এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পঙ্কজ বলেন, "৩৬৫ দিনের মধ্যে আমি ৩৫০ দিন কাজ করেছি। এক বছরে আমি কতগুলো ছবি আর ওয়েব সিরিজ় করেছি আমি গুনতে পারিনি। এ বছরে এর মধ্যেই আমি আটটা থেকে দশটা প্রজেক্টে কাজ করে ফেলেছি।"
আর তাই কাজের থেকে একটা ব্রেক চাইছেন অভিনেতার। 'ক্রিমিনাল জাস্টিস' হোক বা 'মিরজ়াপুর', 'লুকা ছুপি' হোক বা 'তসকান্ত ফাইল', পঙ্কজ প্রতিটি জায়গায় প্রতিটি চরিত্রে সমান স্বচ্ছন্দ। তাই স্বাভাবিকভাবেই তাঁর চাহিদা বাড়ছে ফিচার ফিল্ম থেকে শুরু করে ওয়েব সিরিজ়ে। তবে তিনি কোনও ভাবেই একঘেয়ে হতে চান না।