মুম্বই : চরিত্রের প্রয়োজনে অভিনেতাদের এমন অনেক কাজ করতে হয় যা তাঁর ব্য়ক্তিগত চরিত্রের পুরো বিপরীত। কিন্তু, কোনও কোনও ক্ষেত্রে মন সায় দেয় না সেই কাজটা করতে। পঙ্কজ ত্রিপাঠীও ঠিক করে নিয়েছেন পারিশ্রমিক যা-ই হোক না কেন তিনি শিশুদের যৌন হেনস্থার দৃশ্যে কোনওদিন অভিনয় করবেন না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পঙ্কজ বলেন, "আমি কোনও দিন ফালতু পুরুষত্ব বিক্রি করব না। 'মেয়েদের মতো কাঁদছ কেন' বা 'মর্দ কো দর্দ নহি হোতা'-র মতো সংলাপ দিতে পারব না।"
তিনি আরও বলেন, "যদি কোনও খারাপ মানুষের চরিত্রেও অভিনয় করি, তাহলেও শিশুদের যৌন হেনস্থার মতো দৃশ্য করব না, পারিশ্রমিক যতই হোক।" নিজের অভিনয়ের মাধ্যমে সমাজে প্রয়োজনীয় বার্তা দিতে চান পঙ্কজ। তবে গুরুগম্ভীর তত্ত্বের মাধ্যমে নয়, বিনোদনের মোড়কে।
ছোটোবেলা থেকে অনেকেই তাদের ছেলেদের বলেন, 'ছেলেরা এভাবে কাঁদে নাকি?' পঙ্কজের ঘোর আপত্তি এই বিষয়ে। তিনি বললেন, "ছোটোবেলা থেকেই শেখানো হয় যে কান্না মেয়েদের ব্যাপার, কিন্তু সেটা ভুল। আমরাও মানুষ আর আমাদেরও ভীষণভাবে কান্না পায়।"
মিরজ়াপুর ওয়েব সিরি়জ়ে পঙ্কজ ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে পঙ্কজ কি বদলাতে পারবেন এই সমাজের মানসিকতাকে ? উত্তর দেবে সময়।