মুম্বই : কয়েকবছর আগে একটি সাক্ষাৎকারে একসঙ্গে এসেছিলেন শাহিদ আর পঙ্কজ । সেখানেই তাঁরা তুলে ধরেন তাঁদের সম্পর্কের ইতিবৃত্ত ।
পঙ্কজ বলেন, "একজন বাবার পক্ষে তাঁর ছেলের থেকে আলাদা হয়ে যাওয়া খুব কঠিন । আবেগের দিক থেকে আমাদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল ওটা । আমি প্রতিদিন এই আশাতেই থাকতাম যে, একদিন আমি ওকে কাছে পাব । আর আজ ওর পাশে বসে আমি । ওর কাজ দেখছি, ও নিজের পরিবার নিয়ে কথা বলছে । এটা দারুণ অনুভূতি ।"
18 বছর বয়স যখন হল, শাহিদ কিছুদিনের জন্য পঙ্কজতে অ্যাসিস্ট করেছিলেন । সেই সময়ে অনেকটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ পান বাবা আর ছেলে । আর তখন থেকেই তাঁদের সম্পর্ক আরও গভীর হয় ।
এই প্রসঙ্গে শাহিদ বললেন, "আমার যখন তিন বছর বয়স, তখন বাবা-মা আলাদা হয়ে যায় । তবে আমি ছোটো থেকে কখনও নিরাপত্তাহীনতায় ভুগিনি । আর বাবার সঙ্গে আমার সম্পর্ককে হেলদি, স্বাভাবিক আর পজ়িটিভ রাখতে আমরা অনেকটা এফর্ট দিয়েছি । তাই বাবা যখন বলেন যে, উনি শহরের বাইরে থাকবেন, আমার ভালো লাগে না । আমার জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাবা ।"
ছোটোবেলায় শাহিদের সঙ্গে পঙ্কজের সেভাবে কথা হত না । অভিনেতা বলেন, "অল্প বয়সে বাবার সঙ্গে তেমন কথা হত না । আমার ছেলেমেয়েদের সঙ্গে আমার সম্পর্ক একদম আলাদা ।"
তবে ছোটোবেলা যেমনই কাটুক, এখন সবকিছু অনেকটা পরিণত । শাহিদের সঙ্গে পঙ্কজ আর নীলিমা দু'জনের সম্পর্কই খুব ভালো । এভাবেই থাকুন কাপুর পরিবার ।