পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পরিবার পাশে থাকলে সব সম্ভব, দেখাল 'পাঙ্গা'-র ট্রেলার - পাঙ্গা ট্রেলার

মুক্তি পেল 'পাঙ্গা'-র ট্রেলার । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত । ছবি মুক্তি 2020 সালের 24 জানুয়ারি ।

f
fg

By

Published : Dec 23, 2019, 7:34 PM IST

মুম্বই : বয়স কোনও বড় বিষয় নয় । যদি ইচ্ছে আর কাছের মানুষদের সমর্থন পাওয়া যায় । তখন যে কোনও কঠিন বিষয়ও খুব সহজ বলেই মনে হয় । এই বিষয়ই ফুটে উঠেছে 'পাঙ্গা' ট্রেলারে । আজই মুক্তি পেয়েছে ট্রেলারটি ।

ছবিতে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত । তাঁর চরিত্রটির নাম জয়া নিগম । এক সময় বিশ্বমানের খেলোয়াড় ছিলেন তিনি । আর সেই খেলার জন্য স্পোর্টস কোটায় রেলে চাকরিও জুটিয়ে ফেলেন । তারপর বিয়ে হয়ে যায় । বদলে যায় জীবন । ধীরে ধীরে খেলাতেও গতি টানতে হয় । কিন্তু, রাতে স্বপ্নের মধ্যে কবাডি খেলতে ভুলতেন না । আর খেলতে খেলতে অজান্তেই স্বামীকে লাথি মারতেন তিনি । অগত্যা স্ত্রীয়ের লাথি সহ্য করতে হত তাঁকে । এই চরিত্রে অভিনয় করেন জ্যাসি গিল ।

চাকরি ও সংসার সবই ঠিক চলছিল । খেলাকে বাদ দিয়ে এই নতুন জীবনকে মেনে নিয়েছিলেন জয়া । কিন্তু, মনের কোথাও সুপ্ত অবস্থায় ছিল কবাডি । হঠাৎই একটা ঘটনা সব কিছু বদলে দেয় । ফের খেলার ইচ্ছে জাগে । বয়সের কথা মাথায় রেখে পিছিয়ে আসেন । তখন তাঁর ছেলেই সব থেকে বেশি উৎসাহ দেয় । আর তার সঙ্গে
যোগ দেন স্বামী । নতুন করে অনুশীলন শুরু করেন । এভাবেই এগোতে থাকে ছবির গল্প । ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিচা চাড্ডা ও নীনা গুপ্তা ।

ছবিটি পরিচালনা করেছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি । ছবি সম্পর্কে কঙ্গনা বলেন, "অশ্বিনী যখন আমাকে প্রথমে ছবির কথা বলে তখন এই গল্পের সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছিলাম । আমার পরিবারও সব সময় পিলারের মতো পাশে থেকেছে ।"

সব ঠিক থাকলে 2020 সালের 24 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details