গতকাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনা বলেন, "পহলাজ নিহালনি আমাকে 'আই লভ ইউ বস' নামের একটি ছবির জন্য অফার করেছিলেন। ছবির জন্য আমাকে ওরা একটি 'রব' পরতে দিয়েছিলেন। এবং এর সঙ্গে কোনও অন্তর্বাস ছিল না। আমাকে ওই সিল্কের রবটা পরে শো গার্লের মতো অন্ধকার থেকে বেরিয়ে আসার মতো পোজ় দিয়ে হয়েছিল।"
যদিও পালটা পহলাজ অভিযোগ এনেছেন যে কঙ্গনা অনুরাগ বসুর 'গ্যাংস্টার' ছবির জন্য তাঁর ছবি থেকে সরে যান। পহলাজের কথায়, "আমি প্রায় দেড় কোটি টাকা ছবিটির পিছনে খরচ করে ফেলেছিলাম। তিনটে গানও শুট করে ফেলেছিলাম। ফোটোশুট করেছিল ও। পোস্টারেও ছিল। কিন্তু, মহেশ ভাটের ছবি গ্যাংস্টার পেয়ে যাওয়ায় আমার ছবি থেকে সরে যায়। এমনকী আমার কাছে অনুরোধ করেছিল যে ওকে যেন গ্যাংস্টার ছবিটি করতে দিই। আমার সঙ্গে ওর তিনটে ছবি করার কথা ছিল। ওর আমার সঙ্গে খেলা উচিত নয়, কারণ আমারও অনেক কিছু বলার আছে।"
প্রাক্তন সেন্সর বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, "ছবিটি অল্পবয়সীদের জন্য ছিল। আর ছবিতে ও বিবাহিত এক মহিলার চরিত্রে অভিনয় করেছিল। অমিতাভ বচ্চনকেও ছবিটির জন্য প্রস্তাব দিয়েছিলাম। ছবিটা অনেকটা চিনি কমের মতো ছিল। আমি অমিতজিকে বলেছিলাম। তবে তিনি আগেই এমন প্রোজেক্টে কাজ করায় কাজ করতে চাননি। এটা কখনই কোনও পর্ন ফিল্ম ছিল না। আমি এমন ছবি বানাতে কখনই আগ্রহী ছিলাম না।"