পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার সঙ্গে খেলতে এসো না, আমারও অনেক কিছু বলার আছে" : পহলাজ

অন্তর্বাস ছাড়া 'রব' পরে শুটিং করতে বাধ্য করেছিলেন পরিচালক পহলাজ নিহালনি। গতকাল এই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এরপরই আজ তারই প্রতিক্রিয়ায় পহলাজ বলেন, "আমার সঙ্গে খেলতে এসো না, আমারও অনেক কিছু বলার আছে।"

ফাইল ফোটো

By

Published : Mar 29, 2019, 5:15 PM IST

গতকাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনা বলেন, "পহলাজ নিহালনি আমাকে 'আই লভ ইউ বস' নামের একটি ছবির জন্য অফার করেছিলেন। ছবির জন্য আমাকে ওরা একটি 'রব' পরতে দিয়েছিলেন। এবং এর সঙ্গে কোনও অন্তর্বাস ছিল না। আমাকে ওই সিল্কের রবটা পরে শো গার্লের মতো অন্ধকার থেকে বেরিয়ে আসার মতো পোজ় দিয়ে হয়েছিল।"

যদিও পালটা পহলাজ অভিযোগ এনেছেন যে কঙ্গনা অনুরাগ বসুর 'গ্যাংস্টার' ছবির জন্য তাঁর ছবি থেকে সরে যান। পহলাজের কথায়, "আমি প্রায় দেড় কোটি টাকা ছবিটির পিছনে খরচ করে ফেলেছিলাম। তিনটে গানও শুট করে ফেলেছিলাম। ফোটোশুট করেছিল ও। পোস্টারেও ছিল। কিন্তু, মহেশ ভাটের ছবি গ্যাংস্টার পেয়ে যাওয়ায় আমার ছবি থেকে সরে যায়। এমনকী আমার কাছে অনুরোধ করেছিল যে ওকে যেন গ্যাংস্টার ছবিটি করতে দিই। আমার সঙ্গে ওর তিনটে ছবি করার কথা ছিল। ওর আমার সঙ্গে খেলা উচিত নয়, কারণ আমারও অনেক কিছু বলার আছে।"

প্রাক্তন সেন্সর বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, "ছবিটি অল্পবয়সীদের জন্য ছিল। আর ছবিতে ও বিবাহিত এক মহিলার চরিত্রে অভিনয় করেছিল। অমিতাভ বচ্চনকেও ছবিটির জন্য প্রস্তাব দিয়েছিলাম। ছবিটা অনেকটা চিনি কমের মতো ছিল। আমি অমিতজিকে বলেছিলাম। তবে তিনি আগেই এমন প্রোজেক্টে কাজ করায় কাজ করতে চাননি। এটা কখনই কোনও পর্ন ফিল্ম ছিল না। আমি এমন ছবি বানাতে কখনই আগ্রহী ছিলাম না।"

কঙ্গনা আরও বলেছিলাম, "আমি আসলে ওই ফোটোশুটটা করেছিলাম। তারপর আমি গায়েব হয়ে যাই। আমি নিজের ফোন নম্বর বদলে ফেলেছিলাম। সেই সময় আমি অডিশন দিচ্ছিলাম অনুরাগ বসুর গ্য়াংস্টার ও পুরী জগ্গনাথের পোখরির জন্য। কপাল করে দুটি ছবিই আমি পেয়ে গেছিলাম। সেই সময় আমাকে একটাকে বেছে নিতে হয়েছিল। তো আমি গ্যাংস্টারকে বেছে নিয়েছিলাম। পরে পোখরিই হিট করেছিল। পরে পুরী স্যারের সঙ্গে কাজ করেছি আমি।"

এই প্রথম নয়, এর আগে পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কঙ্গনা। তিনি জানিয়েছিলেন 'কুইন'-এর সময় নানাভাবে কঙ্গনাকে হেনস্থা করার চেষ্টা করেছিল বিকাশ।


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details