মুম্বই : বিদ্যা বালান বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেত্রী হিসেবে পরিচিত। প্রতিটা চরিত্র তিনি দারুণ ভাবে ফুটিয়ে তোলেন পরদায়। কিন্তু 'পা' ছবিতে তাঁর অভিনয় যেন এক অন্য মাত্রা পেয়েছিল। 10 বছর কেটে গেল আর.বাল্কি পরিচালিত এই ছবির। স্মৃতিচারণা করলেন বিদ্যা বালান।
তিনি বললেন, "'পা' আমার জীবনের একটি ল্যান্ডমার্কের মতো। এই ছবিতে অভিনয় করতে গিয়ে আমার মধ্যে প্রথম বারের জন্য মাতৃসত্ত্বা জেগে উঠেছিল। অমিতাভ বচ্চনের রাতারাতি বদলে যাওয়া দেখেছি। এবং সবশেষে বাল্কির সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার।"