মুম্বই : পার্পেল স্পোর্টস টি-শার্ট, কালো শর্টস, গোলাপি জুতো আর মাথায় শক্ত করে পিছনে টেনে বাঁধা রয়েছে চুল । ট্র্যাকের মধ্যে হাত রেখে দৌড়ানোর আগের পদ্ধতিতে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন । শুধুমাত্র 'গেট-সেট-গো' বলার অপেক্ষায় রয়েছেন তাপসী পান্নু । আপকামিং ছবি 'রেশমি রকেট'-এর জন্য নিজেকে তিনি কীভাবে একটু একটু করে প্রস্তুত করছেন তাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি ।
আজ ইনস্টাগ্রামে ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে তোলা ওই ছবি পোস্ট করেন তাপসী । তার ক্যাপশনে লেখেন, "গেট সেট...#রেশমিরকেট । আমার প্রথম করা বিষয়গুলির মধ্যে এটি অন্যতম !"
ইনস্টাগ্রাম স্টোরিতেও ওই মুহূর্তের দুটি ছবি পোস্ট করেন তাপসী । এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাঁকে । আর সেই চরিত্রের জন্যই নিজেকে একটু একটু করে তৈরি করছেন তিনি । ছবিতে দেখা গিয়েছে তাঁর বাইসেপস । এই চরিত্রের জন্য তিনি কতটা কসরত করেছেন তা স্পষ্ট হয়ে উঠেছে ছবিতে ।