পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ডিয়ার সুশান্ত..', সুশান্তের জন্মবার্ষিকীতে কদর্য আক্রমণ কঙ্গনার - কঙ্গনা রানাওয়াতের খবর

সুশান্তের জন্মবার্ষিকীতে সোশাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন কঙ্গনা রানাওয়াত । ফের একবার বি-টাউনকে কাঠগড়ায় দাঁড় করালেন অভিনেত্রী ।

kangana ranaut slapped bollywood mafia
kangana ranaut slapped bollywood mafia

By

Published : Jan 21, 2021, 1:52 PM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় সবচেয়ে অ্যাক্টিভ সেলেব্রিটি ছিলেন কঙ্গনা রানাওয়াত । সবাই এই ঘটনায় শোকস্তব্ধ হয়েছিলেন ঠিকই, তবে কঙ্গনা সুশান্তের কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ্যে আনতে থাকেন । ভিত্তিহীনভাবে তাঁর মৃত্যুর একাধিক থিয়োরি তৈরি করতে থাকেন । সুশান্তের জন্মবার্ষিকীতেও এর ব্যতিক্রম হল না ।

কঙ্গনা লিখলেন, "ডিয়ার সুশান্ত মুভি মাফিয়া তোমায় ব্যান করে দিয়েছিল, তোমায় হেনস্থা করেছিল । তুমি সোশাল মিডিয়ায় অনেকবার সাহায্য চেয়েছ । কিন্তু তখন আমি তোমায় সাহায্য করতে পারিনি । আমি ভেবেছিলাম তুমি এই হেনস্থার সঙ্গে লড়াই করতে পারবে...আমি ভুল করেছি ।"

এটুকু লিখেই থেমে থাকেননি তিনি । সুশান্তের সঙ্গে কী কী হয়েছিল তালিকা করে পোস্ট করেছেন কঙ্গনা । আদিত্য চোপড়া, করণ জোহর এবং সবশেষে মহেশ ভাট তাঁর জীবন নষ্ট করেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী ।

মহেশ ভাটের বড় মেয়ে শাহিন ভাট ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেছেন অনেকদিন । সেদিকেও কদর্য আক্রমণ করতে ছাড়েননি কঙ্গনা ।

লিখেছেন, "ডিপ্রেশন হলে সবাই যদি পরভিন ববির পথ অবলম্বন করে, তাহলে তো আপনার মেয়ে শাহিন ভাটেরও তো সেটা করা উচিত । কারণ ও তো ডিপ্রেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ।" প্রসঙ্গত, পরভিন ববি ডিপ্রেশনের বশে আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায় ।

দেখে নিন কঙ্গনার টুইট....

ABOUT THE AUTHOR

...view details