মুম্বই : চিনা গেম অ্যাপ্লিকেশন পাবজি ব্যান করার পর ভারতীয় গেম 'ফৌ-জি' লঞ্চ করার ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার । আজ সাধারণতন্ত্র দিবসে সেই গেম লঞ্চ করলেন অভিনেতা ।
'ফৌ-জি' একটি গেম অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ভার্চুয়াল শত্রুদের খতম করতে হয় । এই খেলায় দেশের শত্রুদের মেরে দেশের পতাকাকে রক্ষা করাই চ্যালেঞ্জ ।