মুম্বই, 23 জুলাই : পর্ন ছবি তৈরি করা ও তা একটি অ্যাপের মাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছে প্রয়োজক রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে ৷ সেই মামলায় কুন্দ্রাকে 27 জুলাই অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বইয়ের একটি আদালত ৷ এবার পাল্টা মুম্বই হাইকোর্টে জামিনের আবেদন করলেন রাজ কুন্দ্রা ৷
19 জুলাই রাতে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা ৷ কুন্দ্রাকে গ্রেফতার করা হয় তথ্যপ্রযুক্তি আইনে ৷ শুক্রবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয় ৷ তদন্তের স্বার্থে কুন্দ্রাকে আরও কিছুদিন হেফাজতের রাখার আবেদন করে পুলিশ ৷ আদালতের কাছে মুম্বই পুলিশ আগেই দাবি করেছিল, রাজ কুন্দ্রা পর্ন ছবির ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছে ৷ এইসঙ্গে পুলিশ জানিয়েছিল, প্রযোজকের মোবাইল ফোন সিজ করা হয়েছে ৷ ফোনের তথ্য ঘেঁটে কুন্দ্রার ব্যবসা সংক্রান্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে ৷ শুনানি শেষে 27 জুলাই অবধি রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মুম্বই হাইকোর্টে মামলা করলেন বলিউডের প্রযোজক ৷