মুম্বই : এম জি আর-এর জন্মবার্ষিকীতে বিশেষ উপায় শ্রদ্ধা নিবেদন করল টিম 'থালাইভি' । দক্ষিণ ভারতের সিনেমার এই অভিনেতা ও তাবড় রাজনীতিবিদকে নিয়ে তৈরি করা হল এক বিশেষ ভিডিয়ো ।
সেই ভিডিয়োয় এম জি আর-এর জার্নির একটা ছোটো ঝলক তুলে ধরা হয়েছে । আর সেই জার্নির মধ্য দিয়েই তারা সামনে এনেছে এম জি আর-এর চরিত্রে অরবিন্দ স্বামীর ফার্স্টলুক ।
দক্ষিণ ভারতের এই বিখ্যাত ব্যক্তিত্বকে সম্মান জানানোর এর থেকে ভালো উপায় আর কী হতে পারে ? কঙ্গনা রানাওয়াতও পোস্টটি শেয়ার করেছেন নিজের টুইটারে ।
ভিডিয়োটি সকলের সঙ্গে ভাগ করে কঙ্গনা লিখেছেন, "লেজেন্ড এম জি আর-কে তাঁর 104 তম জন্মবার্ষিকীতে আমাদের তরফে শ্রদ্ধার্ঘ্য ।"
'থালাইভি' ছবিতে জয়ললিতার জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে । জয়ললিতার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন এম জি আর । তাই তাঁকেও এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে । অভিনয়ে অরবিন্দ স্বামী ।