পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের জন্মদিনে তিন লাখ চাকরির অফার দিলেন সোনু - সোনু সুদের খবর

আজ সোনু সুদের 47 তম জন্মদিন । আর আজকের এই বিশেষ দিনটি শুধুমাত্র নিজেই সেলিব্রেট করলেন না সোনু, আনন্দ ভাগ করে নিলেন দেশজুড়ে ছড়িয়ে থাকা কর্মহীন অসহায় মানুষগুলোর সঙ্গেও ।

Sonu Sood birthday gift of jobs
Sonu Sood birthday gift of jobs

By

Published : Jul 30, 2020, 2:48 PM IST

মুম্বই : কোরোনার তাণ্ডবে যা ক্ষতি হওয়ার তো হচ্ছেই, মৃত্যুমিছিল চলছে অবিরাম । কিন্তু, কোরোনায় আক্রান্ত না হয়েও আজ অসংখ্য মানুষ বিধ্বস্ত । কারণ, তাঁদের চাকরি নেই, পেটে ভাত নেই, মনে শান্তি নেই । এই অবস্থায় একেবারে দেবদূতের মতো পাশে এসে দাঁড়ালেন সোনু সুদ । দিলেন তিন লাখ চাকরির অফার ।

'প্রবাসী রোজগার' নামে এক পোর্টালের মাধ্যমে এই চাকরির অফার দিচ্ছেন সোনু । নিজেই শেয়ার করলেন সোশাল মিডিয়ায় । PF ও ESI-এর সুবিধাযুক্ত তিন লাখ চাকরির অফার দিচ্ছেন অভিনেতা ।

সোনু লিখেছেন, "আজ জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোটো প্রচেষ্টা । প্রবাসীনগর.কম-এর মাধ্যমে তিন লাখ চাকরির সুযোগ দেওয়া হচ্ছে । ভালো বেতনের সঙ্গে সঙ্গে PF, ESI ও অন্যান্য সুবিধাও দেওয়া হবে ।"

কোরোনা মোকাবিলায় সোনু যেভাবে সবার পাশে দাঁড়াচ্ছেন, তা দেখে মুগ্ধ সবাই । সোশাল মিডিয়া ইউজ়াররা অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ । শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, তাঁদের একটা সুন্দর ভবিষ্যৎও উপহার দিচ্ছেন পরদার অন্যতম উল্লেখযোগ্য খলনায়ক ।

.

সোশাল মিডিয়ায় দিন দিন বাড়ছে ট্রোলিং বা অশ্লীল ভাষায় আক্রমণ করার প্রবণতা । তবে সোনু কিন্তু সবার মন জিতে নিয়েছেন । সে সাধারণ মানুষ হোক বা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব । শুভ জন্মদিন সোনু ।

ABOUT THE AUTHOR

...view details