মুম্বই : জন্মদিনটা বাড়িতেই কাটাল ছোট্ট আব্রাম । তবে মন খারাপ নেই তার । নিজের বাড়িতে প্রিয় মানুষের সঙ্গেই প্রিয় কাজ করতে করতেই দিন কাটল তার । একথা আমরা নয়, জানালেন মা গৌরি খান ।
গৌরি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে আব্রাম মন দিয়ে একটা বইয়ের দিকে তাকিয়ে । আর বই থেকে গল্পটি পড়ছেন শাহরুখ খান । বইয়ের নাম 'স্কেয়ারি', অর্থাৎ ভূতের গল্পের বই ।