মুম্বই : 'শিখ সুপারম্যান' নামেই পরিচিত তিনি । দৌড়ই তাঁর জীবন । এই দৌড়ের মাধ্যমেই 109 বছর বয়সেও নিজেকে সতেজ রাখেন তিনি । বয়স তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা । এটা কোনও বাধা হতেই পারে না । আর সেই কারণে এখনও ছুটে চলেছেন তিনি । এবার বড় পরদায় তুলে ধরা হবে প্রবীণ এই ম্যারাথন রানারের জীবন কাহিনি ।
2000 সালে প্রথমবার লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন ফৌজা । 89 বছর বয়সে ওই ম্যারাথনে কুড়ি কিলোমিটার দৌড়েছিলেন । এরপর গ্লাসগো, টরন্টো, হংকং, নিউইয়র্কসহ একাধিক ম্যারাথনে দৌড়াতে দেখা গিয়েছে তাঁকে । তারপর আর কখনও পিছনে ফিরে তাকাননি তিনি । শুধুই দৌড়ে গিয়েছেন । এখনও জাড়ি রয়েছে তাঁর দৌড় । আর এবার তাঁর জীবনের এই অদম্য ইচ্ছেকে জয় করার কাহিনি সিলভার স্ক্রিনে তুলে ধরতে চলেছেন পরিচালক ওমাঙ্গ কুমার বি ।