মুম্বই : বিতর্ক তৈরি করতে বেশি সময় লাগে না কঙ্গনা রানাওয়াতের । সহকর্মী থেকে শুরু করে অপরিচিত ব্যক্তিত্ব, যে কোনও সময় যে কোনও মানুষের দিকে আঙুল তুলতে পারেন অভিনেত্রী । তাঁর কারণে অনেক সময়ই বিপাকে পড়েন রাজনৈতিক নেতারা । কিন্তু, নিজে কখনও রাজনীতি করার কথা ভাবেননি কঙ্গনা ।
কংগ্রেস এবং BJP-র তরফ থেকে কঙ্গনাকে দলে যোগ দেওয়ার অফার দেওয়া হয় । বিশেষ করে BJP-যে তাঁকে দলে ডেকেছে, এই বিষয়টা তাঁর কাছে খুবই সম্মানের । কিন্তু, কাজ নিয়ে ব্যস্ত থাকায় রাজনীতিতে যোগ দেওয়ার ফুরসৎ হয়নি অভিনেত্রীর ।