পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুধু কংগ্রেস নয়, BJP-ও আমায় টিকিট দিতে চেয়েছে : কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

এমনই বললেন কঙ্গনা রানাওয়াত । তবে তিনি শিল্পী মানুষ, তাই রাজনীতি করার কথা কোনওদিন ভাবেননি, জানালেন সোশাল মিডিয়ায় ।

kangna ranaut on politics
kangna ranaut on politics

By

Published : Aug 15, 2020, 6:04 PM IST

মুম্বই : বিতর্ক তৈরি করতে বেশি সময় লাগে না কঙ্গনা রানাওয়াতের । সহকর্মী থেকে শুরু করে অপরিচিত ব্যক্তিত্ব, যে কোনও সময় যে কোনও মানুষের দিকে আঙুল তুলতে পারেন অভিনেত্রী । তাঁর কারণে অনেক সময়ই বিপাকে পড়েন রাজনৈতিক নেতারা । কিন্তু, নিজে কখনও রাজনীতি করার কথা ভাবেননি কঙ্গনা ।

কংগ্রেস এবং BJP-র তরফ থেকে কঙ্গনাকে দলে যোগ দেওয়ার অফার দেওয়া হয় । বিশেষ করে BJP-যে তাঁকে দলে ডেকেছে, এই বিষয়টা তাঁর কাছে খুবই সম্মানের । কিন্তু, কাজ নিয়ে ব্যস্ত থাকায় রাজনীতিতে যোগ দেওয়ার ফুরসৎ হয়নি অভিনেত্রীর ।

সোশাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, "সবাই হয়তো ভাবেন যে আমি রাজনীতিতে যোগ দিতে চাই বলে মোদিজিকে সমর্থন করি । তবে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে, 'গ্যাংস্টার' করার পর প্রতি বছর আমি রাজনৈতিক দলে যোগ দেওয়ার টিকিট পেয়েছি ।"

আরও লিখেছেন অভিনেত্রী, "শুধু কংগ্রেস নয়, সৌভাগ্যবশত BJP-ও আমায় টিকিট অফার করেছে । কিন্তু, আমি নিজের কাজে এত ব্যস্ত যে, রাজনীতি করার কথা কোনওদিন ভাবিনি ।"

কঙ্গনার টিমের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই পোস্ট । নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details