পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টাইগারের বিপরীতে নূপুর ?

শোনা যাচ্ছে বলিউডে ডেবিউ করতে চলেছেন নূপুর স্যানন । তাও আবার টাইগার শ্রফের বিপরীতে । যদি খবরটা সত্যি হয়, তাহলে আনন্দের কোনও অন্ত থাকবে না অনুরাগীদের ।

Nupur sanon opposite tiger shroff
Nupur sanon opposite tiger shroff

By

Published : Nov 10, 2020, 9:51 AM IST

মুম্বই : অভিনয় না করেও নিজের একটা বড়সড় ফ্যানবেস তৈরি করে ফেলেছেন গায়িকা নূপুর স্যানন । 'ফিলহাল' মিউজ়িক ভিডিয়োতে নূপুরের কিছু মুহূর্তের অভিনয় দেখেই বোঝা গেছিল তাঁর অভিনয় দক্ষতা । অনেকেই তাঁকে বড় পরদায় দেখার আবেদন জানাচ্ছেন এরপর থেকে । এবার শোনা যাচ্ছে যে, সত্যি সত্যিই বিগস্ক্রিনে অভিষেক হতে চলেছে গায়িকার ।

খবর শুধু এটা নয় । শোনা যাচ্ছে যে টাইগার শ্রফের বিপরীতে বলিউড ডেবিউ করবেন নূপুর । টাইগারের সঙ্গেই 'হিরোপন্তী' ছবিতে ডেবিউ করেছিলেন কৃতি স্যানন, অর্থাৎ নূপুরের দিদি । সেটা টাইগারেরও প্রথম ছবি ছিল । আর ঘটনাচক্রে নূপুরের ডেবিউও হতে চলেছে টাইগারের সঙ্গে ।

কৃতির সঙ্গে..

বিকাশ বহল পরিচালিত 'গণপত' ছবিতে টাইগারের লুক সামনে এসেছে সম্প্রতি । শোনা যাচ্ছে সেই ছবিতেই তাঁর বিপরীতে থাকবেন নূপুর । তবে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি ।

সম্ভবত পরের মাস থেকে শুরু হবে 'গণপত'-এর শুটিং । 2022 সালে ছবিটির রিলিজ় পরিকল্পনা করেছেন নির্মাতারা । টাইগারকে সেখানে এক বক্সারের চরিত্রে দেখা যাবে । নূপুরের চরিত্র নিয়ে খুব একটা কিছু জানা যায়নি । তিনি নাকি এখন অ্যাক্টিং ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত ।

ABOUT THE AUTHOR

...view details