মুম্বই : অভিনয় না করেও নিজের একটা বড়সড় ফ্যানবেস তৈরি করে ফেলেছেন গায়িকা নূপুর স্যানন । 'ফিলহাল' মিউজ়িক ভিডিয়োতে নূপুরের কিছু মুহূর্তের অভিনয় দেখেই বোঝা গেছিল তাঁর অভিনয় দক্ষতা । অনেকেই তাঁকে বড় পরদায় দেখার আবেদন জানাচ্ছেন এরপর থেকে । এবার শোনা যাচ্ছে যে, সত্যি সত্যিই বিগস্ক্রিনে অভিষেক হতে চলেছে গায়িকার ।
খবর শুধু এটা নয় । শোনা যাচ্ছে যে টাইগার শ্রফের বিপরীতে বলিউড ডেবিউ করবেন নূপুর । টাইগারের সঙ্গেই 'হিরোপন্তী' ছবিতে ডেবিউ করেছিলেন কৃতি স্যানন, অর্থাৎ নূপুরের দিদি । সেটা টাইগারেরও প্রথম ছবি ছিল । আর ঘটনাচক্রে নূপুরের ডেবিউও হতে চলেছে টাইগারের সঙ্গে ।