মুম্বই : লকডাউন বলে বন্ধ পার্লার । কিন্তু চুল বেড়ে তো যা-তা অবস্থা । তাই বাড়ির লোককে দিয়ে চুল কাটাচ্ছেন সেলেব্রিটিরা । কৃতি স্যাননের চুল কেটে দিলেন তাঁর বোন নুপূর ।
ভিকি কৌশল, আলিয়া ভাট, রাধিকা আপ্তের পর এবার কৃতি । বোনকে দিয়ে চুল কাটালেন তিনি । নুপূর বেশ উপভোগ করলেও, কৃতি প্রথমটায় বেশ ভয় পাচ্ছিলেন । কিন্তু, চুল কাটার শেষে ভীষণ পছন্দ হয়েছে তাঁর নতুন হেয়ারকাট ।