মুম্বই : 'তখত' ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর । আর সেই ছবি বয়কটের হুঁশিয়ারি দিলেন নেটিজ়েনরা । সৌজন্যে ছবির লেখক হুসেন হায়েদ্রি ।
আজ ভোরের দিকে হিন্দুদের বিরুদ্ধে একটি টুইট করেন হুসেন । লেখেন, "এই দুটি শব্দ ব্যবহার করুন । শব্দগুলি গুরুত্বপূর্ণ । হিন্দু সন্ত্রাসবাদী..."। টুইট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক । হিন্দুদের অপমান করে টুইট করার জন্য নেটিজ়েনদের কটাক্ষর মুখে পড়েত হয় তাঁকে । যদিও কটাক্ষ নিয়ে কোনও হেলদোল নেই তাঁর ।
নেটিজ়েনদের একাংশ করণ জোহরকে ট্যাগ করে বেশ কিছু টুইট করেন । হুসেনকে 'তখত'-এর টিম থেকে সরানোর অনুরোধ জানান তাঁরা । আর তা না হলে তাঁরা ছবি বয়কট করবেন বলেও হুঁশিয়ারিও দেন । যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি করণ ।
একজন ইউজ়ার লেখেন, "@ধর্মামুভিজ় যে মানুষটা আপনাদের পে রোলে রয়েছেন তিনি দিন-রাত হিন্দু ধর্মের বিরুদ্ধে মন্তব্য করেন । সেই কারণেই আমরা আপনার ছবি বয়কট করলাম #বয়কটতখত..."