পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন অবতারে 'রাণুদি', রিক্রিয়েট করলেন হিমেশের গান - হিমেশ রেশমিয়া

এতদিন রাণু মণ্ডলের কণ্ঠে শোনা গেছে মোলিডয়াস রোম্যান্টিক গান। এবার একেবারে নতুন অবতারে রাণুদি। রিক্রিয়েট করলেন হিমেশের গাওয়া 'আশিকি মেঁ তেরি' গানটি। আগের থেকে অনেক স্বচ্ছন্দ মনে হল তাঁকে।

Ranu's new song

By

Published : Sep 3, 2019, 6:03 PM IST

মুম্বই : 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবির আরও একটি গান রেকর্ড করলেন রাণু মণ্ডল। তবে এবার আর কোনও জড়তা নেই। খুব স্বচ্ছন্দের সঙ্গে 'রাণুদি' রেকর্ড করলেন নতুন এই গান।

হিমেশ রেশমিয়ার সুরে এই গান। সোশাল মিডিয়ায় গানটির একটি স্ক্র্যাচ ভার্শন শেয়ার করেছেন সংগীত পরিচালক। ক্যাপশনে লিখেছেন, "গানটি এখনও তৈরি হচ্ছে, এটা শুধুমাত্র একটা স্ক্র্যাচ।"

হিমেশ বিশ্বজুড়ে সমস্ত শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন হিমেশ। লিখেছেন, "রাণুজির মুখে ওই হাসি ফোটানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। প্রতিটা গানের সঙ্গে ওঁর আত্মবিশ্বাস বাড়ছে।"

দেখে নিন সেই ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details