মুম্বই : 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবির আরও একটি গান রেকর্ড করলেন রাণু মণ্ডল। তবে এবার আর কোনও জড়তা নেই। খুব স্বচ্ছন্দের সঙ্গে 'রাণুদি' রেকর্ড করলেন নতুন এই গান।
হিমেশ রেশমিয়ার সুরে এই গান। সোশাল মিডিয়ায় গানটির একটি স্ক্র্যাচ ভার্শন শেয়ার করেছেন সংগীত পরিচালক। ক্যাপশনে লিখেছেন, "গানটি এখনও তৈরি হচ্ছে, এটা শুধুমাত্র একটা স্ক্র্যাচ।"