পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার ছেলে আত্মহত্যা করতে পারে না", টুইট সুশান্তের বাবার - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় CBI তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই । একই সুর শোনা গেল সুশান্তের বাবার গলাতেও । টুইটারে CBI তদন্তের দাবি জানালেন কে.কে. সিং, কারণ তিনি বিশ্বাস করেন না যে, সুশান্ত আত্মহত্যা করতে পারে ।

Sushant Singh Rajput's father demands CBI inquiry
Sushant Singh Rajput's father demands CBI inquiry

By

Published : Jul 4, 2020, 5:29 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় CBI তদন্তের দাবি জানালেন তাঁর বাবা কে.কে. সিং, কারণ সুশান্ত আত্মহত্যা করতে পারে বলে বিশ্বাস করেন না তিনি । তবে সুশান্তের মাধ্য়মেই এই দাবি জানালেন তিনি । কীভাবে ?

কয়েকদিন আগে টুইটারে একটি অ্যাকাউন্ট লক্ষ্য করা যায়, যেটি কে.কে.সিংয়ের । সেখানে দু'টি টুইট করেছেন তিনি ।

প্রথম টুইটে কে.কে. সিং লিখেছেন, "আজ আমার ছেলের আত্মা কাঁদছে আর CBI তদন্তের দাবি জানাচ্ছে ।"

আবার অন্য একটি টুইটে তিনি লিখেছেন, "আমার ছেলে সুশান্ত সিং রাজপুত খুব সাহসী ছিল । আমি জানি ও কোনওদিন আত্মহত্যা করতে পারে না । একটা হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে । CBI-এর কাছে অনুরোধ পুরো বিষয়টার তদন্ত করুন ।"

কে.কে. সিংয়ের এই দুটি টুইট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । অনেকেই তাঁর সঙ্গে সহমত । তবে অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয় । তাই ব্যবহারকারীর সত্যতা বিচার করেনি ETV ভারত সিতারা ।

ABOUT THE AUTHOR

...view details