পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার CBI রিপোর্টেও অবিশ্বাস ! নির্বাক সঞ্জয় রাউত - সুশান্ত সিং রাজপুতের খবর

মুম্বই পুলিশের উপর আস্থা না থাকায় CBI-এর কাছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার দেয় সুপ্রিম কোর্ট । AIIMS-এর তরফ থেকে জানানো হয়েছে সুশান্তের মৃত্যু একটি আত্মহত্যার ঘটনা । এবার এই থিওরিও মানতে নারাজ অনেকেই । তাহলে CBI-এর রিপোর্টেও আস্থা নেই মানুষের ? দেখে নির্বাক শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ।

Sanjay Raut on SSR death case
Sanjay Raut on SSR death case

By

Published : Oct 5, 2020, 5:23 PM IST

মুম্বই : মুম্বই পুলিশ, মহারাষ্ট্র সরকার, শিবসেনা পরিবারকে বদনাম করার জন্য ক্যাম্পেন চালানো হচ্ছে, আর তার ফলস্বরূপ বদনাম হচ্ছেন খোদ সুশান্তও...মত শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের ।

AIIMS-এর তরফ থেকে জানানো হয়েছে যে, সুশান্তের মৃত্যু কোনও হত্যা নয় । এটি আত্মহত্যার ঘটনা । এই রিপোর্ট জানার পর থেকে ফের একবার বিরোধীতা শুরু হয়েছে সমাজের বিভিন্ন মহল থেকে । একাধিক রাজনীতিবিদ, সাধারাণ মানুষ, এমনকি সুশান্তের পরিবারও এই থিওরি মেনে নিতে পারছেন না । এই দলে রয়েছেন কঙ্গনা রানাওয়াতও । এই দেখে নির্বাক সঞ্জয় ।

"এবার তাহলে আন্তর্জাতিক কোর্টে আপিল করুক ওরা । যদি CBI-এর উপরও আস্থা না রাখা যায়, তাহলে আমি নির্বাক । মুম্বই পুলিশ, মহারাষ্ট্র সরকার, ঠাকরে পরিবার এই সবাইকে বদনাম করা হল । কিন্তু, সুশান্ত তো ন্যায় পেলেন না । ওঁকেও সবাই বদনাম করে চলেছে ।", বললেন রাউত ।

ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details