মুম্বই : সঞ্জয়লীলা বনসালীর শেষ তিনটি ছবিরই হিরো ছিলেন রণবীর সিং । এই তিনটি ছবি যেমন রণবীরকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা দিয়েছে, তেমনই সঞ্জয়কেও বক্স অফিস সাফল্যের মুখ দেখিয়েছে । তবে এবার শোনা যাচ্ছে, মন কষাকষি হয়েছে অভিনেতা আর পরিচালকের মধ্যে । ফল ? রণবীর সিংয়ের পরিবর্তে রণবীর কাপুরকে দেখা যাবে 'বৈজু বাওয়ারা' ছবিতে ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে, রণবীরের সঙ্গে সঞ্জয়ের ছবি তৈরি করার ইচ্ছে থাকলেও এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না । বরং রণবীর কাপুরকে সেই জায়গায় বসাচ্ছেন পরিচালক । 'বৈজু বাওয়ারা' ছবির বৈজুর চরিত্রে নাকি দেখা যাবে কাপুরকে । আরও একটি পুরুষ চরিত্র রয়েছে ছবিতে, তানসেন । তবে সেই চরিত্রে এখনও কাউকে ঠিক করেননি বনসালী । আর আলিয়া তো আগে থেকেই আছেন ।