মুম্বই : দীপাবলি উপলক্ষ্যে সোনম কাপুরের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করা হয়েছিল । সেখানে এক্স বয়ফ্রেন্ড আকশাত রজনের সঙ্গে উপস্থিত হন জাহ্নবী কাপুর । আর ঠিক তাঁদের পরেই সেখানে পৌঁছন ইশান খাট্টার ।
বিস্কিট কালারের ল্যাহেঙ্গা পরেছিলেন জাহ্নবী । আর আকশাত লাল কুর্তা । একসঙ্গেই গাড়ি থেকে নামেন তাঁরা । এরপর পাপারাৎজ়িদের অনুরোধে ক্যামেরার সামনে পোজ়ও দেন । তারপর ঘরে ঢুকে যান । ঠিক তারপরই সেখানে উপস্থিত হন ইশান খাট্টার । কালো কুর্তা পাজামা পরেছিলেন তিনি । ক্যামেরার সামনে পোজ়ও দেন ।