পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাস্ক পরে হাসপাতালে রাধিকা ! - hospital visit

সম্প্রতি সোশাল মিডিয়ায় হাসপাতালে যাওয়ার একটি ছবি পোস্ট করেন রাধিকা আপ্তে । যা চিন্তার ভাঁজ ফেলে দেয় ফ্যানদের কপালে । অনেকে ভাবেন কোরোনা আক্রান্ত হয়েছেন তিনি । যদিও পরে হাসপাতাল যাওয়ার আসল কারণ খোলসা করেন রাধিকা ।

hh
hgg

By

Published : Mar 29, 2020, 4:46 PM IST

মুম্বই : মুখে মাস্ক আর চোখে কালো সানগ্লাস পরে হাসপাতালের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল রাধিকা আপ্তেকে । এই ছবি ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয় । তাহলে কি কোরোনা আক্রান্ত হলেন রাধিকা ? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে । কেউ আবার তাঁকে স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে বলেন । তবে সব ধোঁয়াশার ইতি টেনে রাধিকা জানিয়ে দিয়েছেন যে তাঁর কিছুই হয়নি । একেবারে সুস্থ রয়েছেন । চিন্তার কোনও কারণ নেই ।

কিছুদিন আগেই স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে দেখা করতে লন্ডন যান রাধিকা । কোরোনা আতঙ্কের মধ্যে এখন সেখানেই রয়েছেন তিনি । সব সিনেমার শুটিং বন্ধ থাকায় লন্ডন থেকে দেশে না ফিরে এই সময়টা স্বামীর সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেন । এদিকে সমগ্র ইউরোপ জুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে । তার মধ্যে রাধিকার এই পোস্ট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ফ্যানদের মনে ।

যদিও পোস্টের মধ্যেই সব ধোঁয়াশার ইতি টানেন রাধিকা । ছবির ক্যাপশনে লেখেন, "হাসপাতালে রয়েছি ! তবে COVID-19 এর জন্য নয় । এক বন্ধু প্রেগন্যান্ট, তাকে রুটিন চেকআপ করানোর জন্য এসেছি..." তার সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে রাধিকা লেখেন, '#নট ফর COVID-19', '#অল ইজ় ওয়েল', '#সেফ অ্যান্ড কোয়ারেন্টাইন্ড'।

তবে এত কিছু লেখার পরও রাধিকাকে নিয়ে চিন্তিত তাঁর ফ্যানরা । কেউ লেখেন, "যদি কিছু নাই হয় তাহলে এই সময় হাসপাতালে গিয়েছেন কেন ? এটা খুবই রিস্কের বিষয়..." কেউ আবার লেখেন, "সাবধানে থাকুন !!" যাই হোক এখন স্বামীর সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন রাধিকা ।

ABOUT THE AUTHOR

...view details