পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করিনার পছন্দের কো-স্টার আমিরের বালিশ ! - করিনা কাপুর খান

'3 ইডিয়টস' ছবিতে আমিরের সঙ্গে দেখা গিয়েছিল করিনাকে । এরপর 'লাল সিং চাড্ডা'-তে একসঙ্গে অভিনয় করছেন তাঁরা । যদিও করিনার পছন্দের কো-স্টার নন আমির । বরং আমিরের বালিশ হল করিনার পছন্দের কো-স্টার । আর সেকথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন করিনা নিজেই ।

xcv
xcv

By

Published : Mar 15, 2020, 5:48 PM IST

মুম্বই : এখন 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান ও করিনা কাপুর খান । যদিও করিনার পছন্দের কো-স্টার আমির একেবারেই নন । সেটা নাকি অন্য কেউ । একটা বস্তু । আর সেটা হল আমিরের বালিশ । যাকে একবারের জন্যও কাছ ছাড়া করেন না আমির । সম্প্রতি সোশাল মিডিয়ায় একথা জানান করিনা নিজেই ।

গতকাল 55 বছরে পা দিয়েছেন আমির । সম্প্রতি 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । এটি আসলে 1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । তিনি ছাড়াও রয়েছেন করিনা ও বিজয় সেতুপতি ।

দেশের বিভিন্ন শহরে গিয়ে শুটিং করছেন করিনা ও আমির । কিছুদিন আগেই চণ্ডীগড় চলছিল শুটিং । সম্প্রতি পঞ্জাব যান তাঁরা । ছবির পরবর্তী অংশের শুটিং হবে সেখানেই । পঞ্জাবে পাড়ি দেওয়ার সময় বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাঁদের । এরপর বিমানের মধ্যে একসঙ্গে চড়েন তাঁরা । ব্যস বিমানে উঠেই নিজের পছন্দের বালিশকে জড়িয়ে ঘুমিয়ে পড়েন আমির । আর সেই ফাঁকেই ঘুমন্ত আমিরের সঙ্গে একটি ছবি তুলে নেন করিনা ।

পরে সেই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিনা । তার ক্যাপশনে লেখেন, "আমার পছন্দের কো-স্টার হল আমির খানের বালিশ...!" তবে যেখানেই যান বালিশটিকে নিয়ে যেতে ভোলেন না আমির । অন্য কিছু নিয়ে যেতে ভুলে গেলেও বালিশটি নাকি কখনওই ভোলেন না তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'ঠগস অফ ইন্দোস্তান' ছবিতে দেখা গিয়েছিল আমিরকে । 2018 সালে মুক্তি পায় ছবিটি । তারপর টানা একবছর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে । এরপর ফের 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি । আর তাঁর এই ছবি দেখতে মুখিয়ে রয়েছেন ফ্যানরা । সব ঠিক থাকলে ক্রিসমাসেই মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details