হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি : বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন একসঙ্গে কাটবে না ভিকি-ক্যাটরিনার (No Valentines Day Celebration for Vicky Katrina )৷ কারণ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ দুজনেই ব্যস্ত থাকবেন নিজ নিজ কাজে ৷ মলদ্বীপে হানিমুন কাটিয়ে ফেরার পর কাজে মন দিয়েছেন ভি-ক্যাট ৷ এবার ভ্য়ালেন্টাইন ডে-তেও এক শহরে থাকছে না এই বলি জুটি ৷
শনিবার থেকেই ভাইজান সলমন খানের 'টাইগার 3'-এর শ্যুটিং শুরু হচ্ছে ৷ এই কারণে আপাতত মুম্বইতেই থাকবেন ক্যাটরিনা ৷ কিন্তু তারপর 14 ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে আউটডোর শ্যুটিংয়ের কাজ ৷ এই কাজ অবশ্য শেষ হয়ে যাবার কথা ছিল আগেই, কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে সমস্তটাই থমকে যায় ৷ দিল্লিতে মোট 10-12 দিনে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ শ্যুট করতে চলেছেন এই জুটি ৷ এরই মাঝে অবশ্য বিজ্ঞাপনী ছবির কাজের জন্য 27 জানুয়ারি ফের একবার মলদ্বীপও ঘুরে এসেছেন ক্যাটরিনা ৷ এই ভ্রমণপর্বের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন তিনি ৷