পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'পৃথ্বীরাজ'-এর শুটিং শুরু করলেন অক্ষয় - Akshay Kumar in Prithviraj

সূত্রের খবর, 10 অক্টোবর থেকে এই ছবির শুটিং শুরু করেছেন অক্ষয় । এছাড়া ওই দিন শুটিং শুরু করেছেন সোনু সুদও । এই ছবির মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হবে মানুষী চিল্লারের । এখানে পৃথ্বীরাজ চৌহানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি । এছাড়াও ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্তকে ।

kjg
hg

By

Published : Oct 12, 2020, 8:38 AM IST

মুম্বই : লকডাউন শিথিল হওয়ার পরই পরিবারের সঙ্গে পাড়ি দিয়েছিলেন স্কটল্যান্ডে । সেখানে আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিং করছিলেন অক্ষয় কুমার । 2 অক্টোবর শুটিং শেষ করে দেশে ফিরেছেন । তবে বিরতি না নিয়ে ইতিমধ্যেই পরবর্তী ছবি 'পৃথ্বীরাজ'-এর শুটিং শুরু করেছেন বলে জানা গিয়েছে ।

'পৃথ্বীরাজ' একটি ঐতিহাসিক ছবি । পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী । শুটিং সম্পর্কে পরিচালক বলেন, "হ্যাঁ, আমরা যশ ফিল্মস স্টুডিয়োতে 'পৃথ্বীরাজ'-এর শুটিং শুরু করেছি । নিউ নর্মালে শুটিং শুরু করতে খুশি কলাকুশলীরা ।"

সূত্রের খবর, 10 অক্টোবর থেকে এই ছবির শুটিং শুরু করেছেন অক্ষয় । এছাড়া ওই দিন শুটিং শুরু করেছেন সোনু সুদও ।

এই ছবির মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হবে মানুষী চিল্লারের । এখানে পৃথ্বীরাজ চৌহানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি । এছাড়াও ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্তকে । আগামীকাল থেকে মানুষী ও দিওয়ালির পর সঞ্জয় দত্ত শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে ।

কোরোনা দেশে থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । সেই সময়টা বাড়িতেই পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন অক্ষয় । আর কোরোনা পরিস্থিতির মধ্যে 'বেল বটম' দিয়েই শুটিং ফ্লোরে ফিরেছিলেন তিনি । শুটিংয়ের জন্য স্ত্রী টুইঙ্কল খান্না ও সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছিলেন UK-তে । এই ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে লারা দত্ত, হুমা কুরেশি ও বাণী কাপুরকে । রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর 2 এপ্রিল ।

এছাড়া অক্ষয়ের 'লক্ষ্মী বম্ব' ছবিটি 9 নভেম্বর ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ।

ABOUT THE AUTHOR

...view details