মুম্বই : লকডাউন ঘোষিত হওয়ার আগের দিন অবধি শুটিং করেছেন কিয়ারা । কল্পনাতেও ভাবতে পারেননি তার পরবর্তী দিনগুলো এভাবে কাটবে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন অভিনেত্রী ।
কিয়ারা বললেন, "সত্যি বলছি, কোনওদিন ভাবিনি যে, পৃথিবী এভাবে থমকে যাবে ।" বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী ।
তবে ব্যক্তিগত ভাবে ঘরকুনো মানুষ বলে খুব একটা কষ্ট হচ্ছে না তাঁর । কিয়ারা বললেন, "আমি সব সময় বাড়িতে থাকতে ভালোবাসি । তাই মনে হচ্ছে না যে, আমি আটকে গেছি । তা সত্ত্বেও এটা বলব যে, আমি সেটে যাওয়াকে মিস করছি ।"
অবসর সময়টাকে ভালো কাজে লাগাচ্ছেন অভিনেত্রী । প্রতিদিনই কিছু না কিছু শিখছেন তিনি । উর্দু ভাষায় দখল বাড়াচ্ছেন, রান্না শিখছেন নতুন নতুন । যোগাযোগ করছেন পুরোনো বন্ধু ও দিদিমনিদের সঙ্গে ।
কিয়ারাকে পরবর্তী 'লক্ষ্মী বম্ব' ও 'ইন্দু কি জওয়ানি' ছবিতে দেখার কথা ছিল ।