মুম্বই : সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন যে,তদন্ত যেন পটনা থেকে মুম্বইতে শিফ্ট করা হয় । সেই মামলার শুনানি ছিল আজ । তবে সুপ্রিম কোর্ট এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি ।
এদিকে বিহার সরকার সুপ্রিম কোর্টের কাছে একের পর এক অভিযোগ করেছে মুম্বই পুলিশের বিরুদ্ধে । তারা জানিয়েছে যে, সুশান্ত মামলায় কোনও FIR দায়ের করেনি মুম্বই পুলিশ । রাজনৈতিক চাপই এর কারণ বলে মনে করছে বিহারের পুলিশ । তারা এই অভিযোগও জানায় যে, মুম্বইতে তদন্ত করাকালীন সেখানকার পুলিশের তরফ থেকে কোনও সহযোগিতা করা হয়নি ।