পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বারান্দা দিয়ে বোনকে ছুড়ে ফেললেন কার্তিক ! - Kartik No compromise on food quality

বাড়িতেই এখন সময় কাটাচ্ছেন কার্তিক । তার মধ্যে বোনের সঙ্গে নতুন নতুন মজার ভিডিয়ো বানাচ্ছেন তিনি ।

By

Published : Apr 20, 2020, 8:30 AM IST

মুম্বই : ঘরে বসে রুটি খাচ্ছিলেন কার্তিক । সেটি বানিয়েছিলেন তাঁর বোন কৃতি । কিন্তু, রুটিতে একটা কামড় বসাতেই বিকৃত হয়ে যায় কার্তিকের মুখ । সেটা খেতে যে একেবারেই ভালো হয়নি তা তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল । তারপর বিনুনি ধরে ঘুরিয়ে বোনকে বারান্দ দিয়ে ছুড়ে ফেলে দেন কার্তিক । শুধু বোনের হাতে থাকা বেলনটিকে বাঁচিয়ে নেন তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন কার্তিক ।

আর এই ভিডিয়োর মাধ্যমে কার্তিক বুঝিয়ে দিয়েছেন যে খাবারের কোয়ালিটির সঙ্গে কোনওভাবেই আপস করবেন না তিনি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "কোয়ালিটির সঙ্গে কোনওরকম আপস নয়"। বোনের সঙ্গে প্রতিদিনই কোনও না কোনও মজার ভিডিয়ো তৈরি করে চলেছেন কার্তিক ।

এদিকে ভিডিয়ো শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা ও নেটিজ়েনরা ।

লকডাউনের জেরে এখন বাড়িতেই দিন কাটছে কার্তিকের । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । এখন পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন । তার মধ্যে ফ্য়ানদের মজা দিতে বানাচ্ছেন মজার ভিডিয়ো । কিছুদিন আগে হৃত্বিক রোশনের 'কোই মিল গ্যায়া' সিনেমার একটি দৃশ্য রিক্রিয়েট করেছিলেন কার্তিক । সেখানে হৃত্বিকের ভূমিকায় ছিলেন কার্তিক ও প্রীতি জ়িন্টার চরিত্রে তাঁর বোন ।

এছাড়া ইনস্টাগ্রামে একটি নতুন এপিসোড শুরু করেছেন কার্তিক । সেখানে ভিডিয়ো কলের মাধ্যমে এমন মানুষদের সঙ্গে কথা বলছেন যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তবে এখন সুস্থ হয়ে উঠেছেন । জানতে চাইছেন তাঁদের অভিজ্ঞতা । জনপ্রিয় হয়ে উঠেছে কার্তিকের এই এপিসোডগুলি ।

কাজের দিক থেকে শেষবার 'লাভ আজ কাল' ছবিতে দেখা গিয়েছিল কার্তিককে । সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এছাড়া 'দোস্তানা 2' ও 'ভুল ভুলাইয়া 2'-এর মতো ছবি রয়েছে কার্তিকের হাতে ।

ABOUT THE AUTHOR

...view details