মুম্বই : সামনেই আলোর উৎসব দিওয়ালি । কিন্তু, কোরোনার কারণে এবার বড় করে দিনটি পালন করবেন না একাধিক তারকাই । সেই তালিকায় রয়েছেন তুষার কাপুরও । তবে কোরোনার পাশাপাশি ঋষি কাপুরের প্রয়াণের কারণেই মূলত এবার এই দিনটি বড় করে পালন করার ইচ্ছা নেই তুষারের বাবা বর্ষীয়ান অভিনেতা জীতেন্দ্রর । আর সেই কথা মাথায় রেখেই পরিবারের সঙ্গে দিনটি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি ।
অন্য বছরের থেকে 2020 সালটা একেবারেই আলাদা । সৌজন্যে কোরোনা ভাইরাস । উৎসব থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠান এখন বড়ই ফিকে । আগে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে যে অনুষ্ঠান পালন করা যেত অনায়াসেই, এখন সেই অনুষ্ঠান পালন করতে হচ্ছে শুধুমাত্র পরিবারের সদস্যদের সঙ্গে । কোরোনার কারণে এবছর আলোর উৎসব দিওয়ালিও বড়ই ফিকে । আগে বড় করে ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে এই দিনটি পালন করতেন বলি তারকারা । কিন্তু, এবার আর সেই ছবি দেখা যাবে না । যেমন এবার দিওয়ালি পালন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তুষার কাপুর ।