পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা হওয়ায় খুশি বলিউড - Nirbhaya Case

দেশবাসীর পাশাপাশি নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা হওয়ায় খুশি বলিউড তারকারাও । টুইট করে সেকথা জানিয়েছেন অনেকেই ।

gfh
gh

By

Published : Jan 8, 2020, 2:23 PM IST

মুম্বই : নির্ভয়াকাণ্ডে গতকাল চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । 22 জানুয়ারি সকাল সাতটায় ফাঁসির নির্দেশ দেয় আদালত । ফাঁসি হবে পবন গুপ্ত, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংয়ের । দেশবাসীর পাশাপাশি আদালতের এই রায়ে খুশি বলিউড তারকারাও । টুইট করে সেকথা জানিয়েছেন অনেকেই ।

এই রায়কে স্বাগত জানিয়ে টুইট করেন গায়ক হর্ষদীপ কউর । লেখেন, "এই খবরটা পডে় শান্তি পেলাম । নির্ভয়াকাণ্ডে দোষীদের 22 জানুয়ারি ফাঁসি দেওয়া হবে । অবশেষে নির্ভয়া বিচার পেল ।"

টুইটারে এই রায়কে কুর্নিশ জানিয়েছেন রবিনা ট্যান্ডনও ।

গীতিকার মনোজ মুন্তাশির টুইট করে লেখেন, "22 জানুয়ারি নির্ভয়ার দোষীদের উপর মৃত্যুর মোহর লেগে যাবে ।"

অনুপম খের টুইট করে লেখেন, "নির্ভয়ার মা-বাবা ! নির্ভয়ার হত্যাকারীদের ফাঁসির তারিখ ঠিক হয়ে গেছে । যা অনেকদিন আগেই ঠিক হয়ে যাওয়া উচিত ছিল । আপনাদের সঙ্গে কোটি কোটি ভারতবাসী এই রায়ের দিকে চেয়ে ছিলেন । কিন্তু, এই সাত বছরে আপনারা শিখিয়েছেন কীভাবে বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখা প্রয়োজন ।"

ABOUT THE AUTHOR

...view details