মুম্বই : নির্ভয়াকাণ্ডে গতকাল চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । 22 জানুয়ারি সকাল সাতটায় ফাঁসির নির্দেশ দেয় আদালত । ফাঁসি হবে পবন গুপ্ত, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংয়ের । দেশবাসীর পাশাপাশি আদালতের এই রায়ে খুশি বলিউড তারকারাও । টুইট করে সেকথা জানিয়েছেন অনেকেই ।
এই রায়কে স্বাগত জানিয়ে টুইট করেন গায়ক হর্ষদীপ কউর । লেখেন, "এই খবরটা পডে় শান্তি পেলাম । নির্ভয়াকাণ্ডে দোষীদের 22 জানুয়ারি ফাঁসি দেওয়া হবে । অবশেষে নির্ভয়া বিচার পেল ।"