মুম্বই : 'সিম্বা' যখন মুক্তি পায়, তখন সবথেকে বেশি আলোচনা হয়েছিল সেই ছবির একটি গান নিয়ে । গানটির নাম 'আঁখ মারে' । বাচ্চা থেকে বুড়ো সবাই ভেসে গেছিল সেই গানের তালে । এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তা হারায়নি । 'আঁখ মারে'-র সুরে পা মেলালেন নিক-প্রিয়াঙ্কা ।
নাচের সেই ভিডিয়োটি শেয়ার করে নিক লিখেছেন, "শোয়ের আগে ডান্স পার্টি, আমার ফরএভার ভ্যালেন্টাইনের সঙ্গে ।"
প্রিয়াঙ্কার থেকে নিককেই বেশি সময় ধরে দেখা গেছে ভিডিয়োটিতে । গানের আমেজের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি । সঙ্গে যোগ্য সঙ্গত করলেন প্রিয়াঙ্কা । গানের সঙ্গে একটু গলাও মেলালেন অভিনেত্রী ।