পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের রেড কার্পেটে ঘনিষ্ঠ নিক-প্রিয়াঙ্কা - নিক জোনাসের খবর

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের রেড কার্পেটে একে অপরকে চুম্বন করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । ভাইরাল ভিডিয়ো..

Nick and Priyanka in golden globe award
Nick and Priyanka in golden globe award

By

Published : Jan 6, 2020, 7:24 PM IST

ওয়াশিংটন ডি.সি : গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে একেবারে ডিভা হয়ে এলেন প্রিয়াঙ্কা চোপড়া । পাশে ততোধিক ক্লাসি নিক জোনাসও । সঞ্চালকের অনুরোধে একে অপরকে চুম্বন করে ফ্যানেদের চমকে দিলেন এই হাই প্রোফাইল দম্পতি ।

সঞ্চালক কিট হুভার ও স্কট ইভান্সের সঙ্গে রেড কার্পেটে কিছুক্ষণ ক্যান্ডিড কথোপকথন হয় নিক-প্রিয়াঙ্কার । এরপর সঞ্চালকদ্বয় তারকাদের অনুরোধ করেন তাঁদের 'লিমো লাভ' দেখানোর জন্য ।

প্রিয়াঙ্কা শুধু চুম্বনই করলেন তা নয়, নিকের ঠোঁটে হয়ে যাওয়া লিপস্টিকের দাগও মুছিয়ে দিলেন সযত্নে । বললেন, তাঁর ঠোঁটে প্রকট রঙের কোনও লিপস্টিক লাগানো থাকলে তিনি এভাবেই নিকের ঠোঁট মুছিয়ে দেন । বলেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে ওঠেন অভিনেত্রী ।

এরপরও কিছুক্ষণ চিটচ্যাট চলে তাঁদের মধ্যে । গোলাপি গাউনে প্রিয়াঙ্কার কোন জিনিসটা সবথেকে সুন্দর লাগছে থেকে বা তাঁদের জন্য উপযুক্ত ইমোজি কোনটা..এই ধরনের প্রশ্নে সাবলীল উত্তর দিলেন দুই তারকা । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details