পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অমিতাভ সুস্থ, রয়েছেন বাড়িতেই - Amitabh Bachchan news

রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন । হাসপাতালে ভরতি হননি তিনি ।

ছবি

By

Published : Oct 18, 2019, 7:07 PM IST

মুম্বই : মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নাকি তিনদিন ধরে ভরতি অমিতাভ বচ্চন । ১৫ অক্টোবর রাতের দিকে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সূত্রের খবর, বিষয়টি একেবারেই ভুয়ো । সুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছেন অমিতাভ ।

শোনা যাচ্ছিল, ২০ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে । আর এর জন্য নাকি বন্ধ রাখা হয়েছে 'কন বনেগা ক্রোড়পতি সিজ়ন ১১'-এর শুটিং । তবে সূত্র থেকে জানা গেছে, গোটা বিষয়টাই ভুয়ো । সম্প্রতি হাসপাতালে ভরতিই হননি বিগ বি । তিনি ভালোই আছেন । বাড়িতে রয়েছেন । আসলে রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি । আর তাঁকে হাসপাতালে দেখে শুরু হয় জল্পনা । রটে যায় গুজব । বলা হয়, তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ । তিনদিন ধরে হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।

অন্যদিকে জানা গেছে, এ সপ্তাহে 'কন বনেগা ক্রোড়পতি সিজ়ন ১১'-এর কোনও শুটিং হওয়ার কথাই ছিল না । প্রায় দেড় সপ্তাহের শুটিং ইতিমধ্যেই করা হয়ে গেছে । আর 20 অক্টোবর শুটিং থেকে ছুটি নিয়েছেন অমিতাভ । এছাড় 21 অক্টোবর নির্বাচন । তার জন্য ওইদিন কোনও শুটিং হবে না । তাই 22 অক্টোবর থেকে ফের শুটিংয়ে যোগ দেবেন তিনি ।

তবে অমিতাভের পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ৷

ABOUT THE AUTHOR

...view details