মুম্বই : মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নাকি তিনদিন ধরে ভরতি অমিতাভ বচ্চন । ১৫ অক্টোবর রাতের দিকে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সূত্রের খবর, বিষয়টি একেবারেই ভুয়ো । সুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছেন অমিতাভ ।
শোনা যাচ্ছিল, ২০ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে । আর এর জন্য নাকি বন্ধ রাখা হয়েছে 'কন বনেগা ক্রোড়পতি সিজ়ন ১১'-এর শুটিং । তবে সূত্র থেকে জানা গেছে, গোটা বিষয়টাই ভুয়ো । সম্প্রতি হাসপাতালে ভরতিই হননি বিগ বি । তিনি ভালোই আছেন । বাড়িতে রয়েছেন । আসলে রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি । আর তাঁকে হাসপাতালে দেখে শুরু হয় জল্পনা । রটে যায় গুজব । বলা হয়, তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ । তিনদিন ধরে হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।