পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মনের ভিতরে মার্স', বলছে অক্ষয় অ্যান্ড টিম - মিশন মঙ্গল

মুক্তি পেল 'মিশন মঙ্গল' ছবির প্রথম গান। অক্ষয় কুমার আর তাঁর বিজ্ঞানীদের দল সমস্বরে বলল, 'দিল মেঁ মার্স হ্যায়'।

মিশন মঙ্গল

By

Published : Jul 25, 2019, 11:27 PM IST

মুম্বই : এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি 'মিশন মঙ্গল'। ছবির বিষয়বস্তু থেকে শুরু করে ছবির কাস্ট সমস্ত কিছুই একজন সিনেমাপ্রেমীর কাছে খুবই লোভনীয়। পোস্টার, ট্রেলার প্রকাশের মধ্যে দিয়ে একটু একটু করে উত্তেজনার পারদ চড়ছে। এবার মুক্তি পেল 'মিশন মঙ্গল'-এর প্রথম গান।

গানের নাম 'দিল মেঁ মার্স'। অমিতাভ ভট্টাচার্যের লেখা গানটিতে সুর দিয়েছেন অমিত ত্রিবেদী। গেয়েছেন বেনি দয়াল ও বিভা সরফ। মুক্তির কয়েক ঘণ্টার মধ্য়েই ইউটিউবে লক্ষাধিক ভিউ পেয়ে যায় গানটি।

শুনে নিন গানটি...

ABOUT THE AUTHOR

...view details