পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউন শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে তাপসী ! - new pic of Taapsee

সম্প্রতি 'মনমরজ়িয়া'-র শুটিংয়ের সময়কার একটি ছবি পোস্ট করেন তাপসী । যেখানে জাম্পার ও পাটিয়ালা প্যান্ট পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "এই ছবি দেখে মনে হচ্ছে লকডাউন শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি আমি ।"

sdf
sdf

By

Published : May 13, 2020, 8:00 AM IST

মুম্বই : পরনে ছাই রঙা জাম্পার ও প্রিন্টেড পাটিয়ালা প্যান্ট । আর কাঁধে ব্যাগ নিয়ে কোমরে এক হাত রেখে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন । ঠিক যেন "লকডাউন শেষ হওয়ার অপেক্ষায়" দাঁড়িয়ে রয়েছেন তিনি । ছবিটি দেখে এটাই মনে হয়েছে তাপসীর । আসলে বর্তমান পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ছবিটি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে এখন দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ শুটিং । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । বাদ যাননি তাপসীও । কিন্তু, সারাক্ষণ বাড়িতে থাকতে আর ভালো লাগছে না তাঁর । শুটিংয়ের দিনগুলি খুবই মিস করছেন তিনি । আর তাই সময় পেলেই পোস্ট করছেন বিভিন্ন সিনেমার শুটিংয়ের সময়কার ছবি । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি শেয়ার করছেন তিনি ।

সম্প্রতি 'মনমরজ়িয়া'-র শুটিংয়ের সময়কার একটি ছবি পোস্ট করেন তাপসী । যেখানে জাম্পার ও পাটিয়ালা প্যান্ট পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "রাতের দিকে শুটিং করতে আমার একেবারেই ভালো লাগে না । কিন্তু, এই দৃশ্যটা এই রকমই ছিল । তবে এখন এই ছবি দেখে মনে হচ্ছে লকডাউন শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি আমি ।"

অনুরাগ কাশ্যপের এই ছবিতে রুমি নামে এক যুবতির চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী । ছিলেন ভিকি কৌশল ও অভিষেক বচ্চনও ।

এছাড়া আরও একটি ছবি পোস্ট করেন তাপসী । যেখানে তাঁর মুখে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন । আসলে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের পরই ওই মেকআপের ছবি তুলে রাখেন অভিনেত্রী । মেকআপের মাধ্যমেই মুখে ফুটিয়ে তোলা হয়েছিল আঘাতের চিহ্নগুলি ।

লকডাউন শেষ হলেই আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তাপসী । কারণ 'হাসিন দিলরুবা', 'রেশমি রকেট' ও 'শাবাস মিথু'-র মতো একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । শেষবার অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী । বক্স অফিসে ভালোই ব্যবসা করে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details