মুম্বই : একদিকে অনিল কাপুর আর একদিকে বরুণ ধাওয়ান । দুই অভিনেতারই বিশাল বড় ফ্যানবেস রয়েছে । আর এই দু'জন যদি এক ছবিতে অভিনয় করেন তো কেমন হয় ? এবার সেটাই হতে চলেছে । খুব তাড়াতাড়ি 'যুগ যুগ জিও'-র শুটিং শুরু করতে চলেছেন এঁরা দু'জন ।
শুটিংয়ের লোকেশন বাছার জন্য চণ্ডীগড়ে রেইকি করে গেছে বরুণ আর অনিলের টিম । সম্ভবত পরের মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন প্রোডাকশন ঘনিষ্ঠ ব্যক্তি ।