মুম্বই : সুশান্ত সিংয়ের আত্মহত্যার কারণ নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরিক্ষা চলছে । বলিউডের একাধিক প্রভাবশালীর প্ররোচনার রয়েছে তাঁর আত্মহত্যায়, ধারণা পুলিশের । সেই প্রভাবশালীদের মধ্যে অন্যতম মহেশ ভাট ।
একে তাঁকে নিয়ে তীব্র সমালোচনা দেশজুড়ে, তার উপরে মহেশের একটি টুইট যেন আগুনে ঘি ঢেলে দিল । মার্কিন লেখক ট্যাড উইলিয়ামসের সায়েন্স ফিকশন 'সিটি অফ গোল্ডেন শ্যাডো'-র এক জনপ্রিয় উক্তি শেয়ার করে বিপাকে ।
দেখে নিন কী লেখা ছিল সেই টুইটে...