মুম্বই : কোরোনা মোকাবিলায় কমবেশি প্রত্য়েক বলিউড সেলেব্রিটি নিজেদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছেন । শুধু নিজেরাই নয়, প্রত্যেকে তাঁদের ফ্যানেদেরও উদ্বুদ্ধ করছেন অনুদান দেওয়ার ব্যাপারে । ফারহান আখতারের অনুরাগীদের একটি দল অনেকগুলো PPE কিট ডোনেট করেছেন । আর সেই ডোনেশনের ছবি অভিনেতা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ।
PPE কিটের প্রতিটা বক্সের উপর লেখা "'ফারহান আখতারের ফ্যানেদের জন্যই এতগুলো PPE কিট জোগাড় করা সম্ভব হয়েছে । কামা হাসপাতাল ।"
ছবিগুলো শেয়ার করে ফারহান লিখেছেন, "আমাদের PPE কিটের কনসাইনমেন্ট কামা হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে । খবরটা জানাতে পেরে খুব ভালো লাগছে । যাঁরা অনুদান দিয়েছেন, প্রত্যেককে অনেক ধন্যবাদ ।"