পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তইমুরের 'প্রতিদ্বন্দ্বী', করিনার দ্বিতীয় সন্তানকে এই তকমা দিল মিমাররা - তইমুর আলি খান

করিনা কাপুর খান ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তানের জন্মের পর মিমে ছয়লাপ সোশাল মিডিয়া । কেন ? ছোট্টো তইমুরকে টার্গেট করে একের পর এক মিম...

twitter creates memes on taimur ali khan
twitter creates memes on taimur ali khan

By

Published : Feb 21, 2021, 6:10 PM IST

মুম্বই : আজ মিম তৈরি করার একটা দারুণ উপলক্ষ্য পেয়েছেন মিমাররা । করিনা-সইফের দ্বিতীয় ছেলের আগমনে তইমুরের মানসিকতা কী হতে পারে ? এই নিয়ে একের পর এক মিম তৈরি করে চলেছেন তারা ।

জন্মের পর থেকে মিডিয়া অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তইমুর আলি খান । তইমুরের পিছন পিছন ঘুরেছেন তাবড় পাপারাৎজ়িরা । মাঝেমধ্যে তইমুর নিজেও বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠেছে । এবার স্বাভাবিকভাবে তার ভাইয়ের উপর নজর বেশি পড়বে ।

এই পরিবর্তনে ঠিক কেমন লাগবে তইমুরের? তার কি রাগ হবে ? মূলত এই নিয়েই একদিনের মধ্যে তৈরি হল অসংখ্য মিমি ।

কয়েকটি দেখে নিন...

তবে তইমুরের এসব দেখার সময় কই ? সকাল সকাল ভাইকে দেখতে সে পৌঁছে গেছে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । বড় দাদা বলে কথা ! এখন তার কত দায়িত্ব...

ABOUT THE AUTHOR

...view details