মুম্বই : আজ মিম তৈরি করার একটা দারুণ উপলক্ষ্য পেয়েছেন মিমাররা । করিনা-সইফের দ্বিতীয় ছেলের আগমনে তইমুরের মানসিকতা কী হতে পারে ? এই নিয়ে একের পর এক মিম তৈরি করে চলেছেন তারা ।
জন্মের পর থেকে মিডিয়া অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তইমুর আলি খান । তইমুরের পিছন পিছন ঘুরেছেন তাবড় পাপারাৎজ়িরা । মাঝেমধ্যে তইমুর নিজেও বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠেছে । এবার স্বাভাবিকভাবে তার ভাইয়ের উপর নজর বেশি পড়বে ।