মুম্বই : ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় 'আশ্রম'। কিন্তু, এই সিরিজ় মুক্তির পরই নেটিজ়েনদের একাংশের আক্রমণের মুখে পড়েছেন প্রযোজক প্রকাশ ঝা । সিরিজ়টি হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে বলে দাবি নেটিজ়েনদের । আর সেই কারণেই এই সিরিজ় নিষিদ্ধ করার পাশাপাশি প্রকাশ ঝা-এর গ্রেপ্তারির দাবিও তুলেছে তারা ।
চলতি বছরের অগাস্টে মুক্তি পেয়েছিল 'আশ্রম'-এর প্রথম সিজ়ন । এরপর একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন প্রকাশ ঝা । ওই সিরিজ় নিয়ে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় তার জন্য ওই ভিডিয়োতে তিনি বলেছিলেন, "আমরা সব ধর্মগুরুকেই সম্মান করি । এছাড়া সব ধর্ম ও সবার বিশ্বাসকে সম্মান জানাই ।" তবে সেই ভিডিয়োকে কোনও গুরুত্ব দেয়নি নেটিজ়েনরা ।
এরপর আজ সকাল থেকেই এই ওয়েব সিরিজ় নিষিদ্ধ করার দাবি জানিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে নেটিজ়েনরা । এমনকী, টুইটারে ট্রেন্ড করছে '#ব্যানআশ্রমওয়েবসিরিজ়' । কারও মতে, এটা সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র । আবার কারও মতে, হিন্দু সংস্কৃতিকে নষ্ট করার জন্যই এই সিরিজ় তৈরি করা হয়েছে । কেউ বলেছেন, প্রকাশ ঝা হিন্দু ধর্মকে অসম্মান করেছেন । সেই কারণেই অবিলম্বে এই সিরিজ় নিষিদ্ধ করা হোক । আর ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য প্রকাশ ঝাকে গ্রেপ্তার করা হোক ।