মুম্বই : অর্জুন কাপুরের ক্যারিয়ারগ্রাফে অনেকদিনই কোনও হিট ছবি নেই । বড় ব্যানারে অভিনয়ের সুযোগ পেলেও বারবার ব্যর্থ হয়েছেন অর্জুন । অথচ এই অর্জুনের জন্য একদিন রিপ্লেস করা হয় সুশান্ত সিং রাজপুতকে । 'হাফ গার্লফ্রেন্ড' ছবির জন্য ।
চেতন ভগতের 'হাফ গার্লফ্রেন্ড' উপন্যাস অবলম্বনেই 'হাফ গার্লফ্রেন্ড' ছবিটি । স্বয়ং লেখক টুইট করে জানিয়েছিলেন যে ছবিটি সুশান্ত করতে চলেছেন । সেই 2015 সালের কথা । চেতন লিখেছিলেন, "সুশান্ত সিং রাজপুত মোহিত সুরি পরিচালিত 'হাফ গার্লফ্রেন্ড' ছবিতে অভিনয় করতে চলেছেন । খুব খুশি আমি ।"
কিন্তু, আমরা সবাই জানি যে, ছবিটি অর্জুন কাপুর করেন । আর এই খবরটা ফের একবার প্রকাশ্যে আসার পর অর্জুনকে ট্রোল করা শুরু হয় ।