মুম্বই : কোরোনা ভাইরাস থাবা বাসিয়েছে দেশের সর্বত্রই । আর সেই কারণেই এখন বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারাও । বাদ যাননি সলমান খানও । তবে এই পরিস্থিতির মধ্যেই ভাগ্নের জন্মদিন পালন করলেন তিনি । ভাগ্নের হাত থেকে কেকও খেলেন ।
4 বছরে পা দিয়েছে অর্পিতা খান ও আয়ুষ শর্মার বড় ছেলে আহিল । দেশের কঠিন পরিস্থিতির মধ্যেও তার জন্মদিন পালন করেন সলমান । ছোট্টো আহিলকে কিছুই বুঝতে দেননি তিনি । বাড়িতেই ছোটো করে আহিলের জন্মদিন পালন করা হয় । পরিবারের সদস্যরা ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । ছিলেন সলমানের দিদি আলভিরা ও তাঁর স্বামী অতুল অগ্নিহোত্রি । অনুষ্ঠানের বেশিরভাগ ছবি তোলেন অতুলই । তারপর সেগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।