মুম্বই : অক্টোবরে বিয়ে আর ডিসেম্বরেই বেবি বাম্পের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন নেহা কক্কর । অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে ট্রোল করেছেন । তবে ঝুলি থেকে আসল সত্যিটা বেরোল আজ । প্রেগনেন্ট নন নেহা । পুরোটাই তাঁর আগামী মিউজ়িক ভিডিয়োর জন্য করা একটা পাবলিসিটি স্টান্ট ।
স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে 'খয়াল রাখ্যা কর' (Khyaal Rakhya Kar) মিউজ়িক ভিডিয়োতে কাজ করেছেন নেহা । সেখানে তাঁকে এক প্রেগনেন্ট মহিলার চরিত্রে দেখা যাবে । নতুন মিউজ়িক ভিডিয়োর প্রথম ও আসল পোস্টারটা আজ শেয়ার করলেন গায়িকা ।