পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হিমাংশের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে ভালো আছি : নেহা কক্কর - neha kakkar

সদ্য়ই মন ভেঙেছে বলিউড গায়িকা নেহা কক্করের। হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন তিনি। নিজের সোশাল অ্য়াকাউন্ট থেকে হিমাংশের ছবিও সরিয়ে দিয়েছেন। সম্পর্কে থাকার কথা যেমন প্রকাশ্য়ে এনেছিলেন তেমনি সম্পর্ক ভাঙার কথাও স্বীকার করে নিয়েছিলেন এই গায়িকা। কিন্তু, এই সবকিছুর মধ্য়েই পুরোনো সম্পর্ক ও প্রাক্তন প্রেমিককে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন নেহা।

neha kakkar

By

Published : Feb 11, 2019, 10:31 AM IST

নেহা জানিয়েছিলেন হতাশায় ভুগছেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগবে। তবে সব খারাপ লাগাকে সরিয়ে আবার পুরানো ট্র্য়াকে ফিরেছেন তিনি। এক সাক্ষাৎকারে নেহা বলেন, "আমি যখন সম্পর্কে ছিলাম, আমার পরিবারকে ও বন্ধু-বান্ধবদের সময় দিতে পারতাম না। আমার সব সময়, এনার্জি আমি সেই মানুষটাকে দিয়েছি যে এইগুলোর প্রতিদান দিতে পারিনি। কিন্তু, তারপরেও সেই মানুষটাই অভিযোগ করত যে আমি তাঁকে সময় দিই না।"

তিনি আরও বলেন, "ভগবানকে ধন্য়বাদ আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি এখন ভালো আছি। আমি বুঝতে পেরেছি যে পরিবার আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার পরিবারের গুরুত্ব আমি বুঝতে পেরেছি এখন।"


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details