মুম্বই : দেখতে দেখতে দু'বছর কেটে গেল নেহা-অঙ্গদের বিয়ের । 2018 সালের 10 মে গুরুদ্বারে আনন্দ করাজ অনুষ্ঠানের মাধ্য়মে খুব কাছের মানুষজনের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা দু'জন । দ্বিতীয় বিবাহবার্ষিকীতে অঙ্গদকে কী বললেন নেহা ?
নিজেদের কয়েকটি সুন্দর ছবি শেয়ার করে নেহা লিখেছেন অঙ্গদের ব্যাপারে কী ভাবেন তিনি । লিখেছেন, "অঙ্গদ 1. আমার জীবনের প্রেম 2. আমার সাপোর্ট সিস্টেম 3. এক দারুণ বাবা 4. আমার বেস্ট ফ্রেন্ড 5. প্রচণ্ড বিরক্তিকর রুমমেট ।"