পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চিকিৎসকদের ধন্যবাদ জানালেন নীতু - neetu thanks doctors for treatment of rishi kapoor

নীতু লেখেন, "চিকিৎসকদের পুরো টিম আমাদের সঙ্গে এমনভাবে আচরণ করতেন যেন আমরা তাঁদের কাছের মানুষ । আমাদের এমনভাবে উপদেশ দিতেন যেন আমরা তাঁদের খুব কাছের কেউ...আর সেই কারণে মন থেকে আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই ।"

sdf
sdf

By

Published : May 4, 2020, 1:08 PM IST

মুম্বই : 2018-য় ক্যানসারে আক্রান্ত হন ঋষি কাপুর । নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল । 2019-এর সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন । কিন্তু, তারপরও একাধিকবার অসুস্থ হয়েছিলেন তিনি । ভরতি করা হয়েছিল হাসপাতালে । আর বৃহস্পতিবার একেবারেই হেরে যান তিনি । মুম্বইয়ের এক হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । ঋষির চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই একা হয়ে পড়েছেন নীতু । তবে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি ।

ইনস্টাগ্রামে সম্প্রতি দুটি সাদা-কালো ছবি পোস্ট করেন নীতু । একটি ছবিতে ঋষির সঙ্গে রয়েছেন তিনি । অন্যটিতে ঋষি একা । আর তাঁর মুখে লেগে রয়েছে সেই অনবদ্য হাসি । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "পরিবার হিসেবে আমাদের ক্ষতি হয়েছে...কিন্তু, আমরা যখন একসঙ্গে বসে কয়েক মাস আগের কথা চিন্তা করি তখনই সেই হাসপাতালের সব চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করে ! চিকিৎসকদের পুরো টিম আমাদের সঙ্গে এমনভাবে আচরণ করতেন যেন আমরা তাঁদের কাছের মানুষ । আমাদের এমনভাবে উপদেশ দিতেন যেন আমরা তাঁদের খুব কাছের কেউ...আর সেই কারণে মন থেকে আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই ।"

এদিকে ঋষি কাপুরের মৃত্যুর পরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো । যেখানে হাসপাতালের বিছানায় শোয়ানো ছিল ঋষি কাপুরের নিথর দেহ । আর সেখানেই বাবার আত্মার শান্তি কামনায় পুজো করেন রণবীর কাপুর । এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই । হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । যাই হোক সেই সব বিষয় গুরুত্ব দিতে চান না নীতু । কঠিন সময় নিজেদের সাধ্যমতো পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

2018-য় ক্যানসারে আক্রান্ত হন ঋষি কাপুর । নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল । 2019-এর সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন । কিন্তু, দেশে ফেরার পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি । এই বছরের শুরুর দিকে দিল্লিতে ছিলেন । ফেব্রুয়ারির শুরুতে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বেশ কয়েকদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । এরপর দিল্লি থেকে মুম্বই ফিরে ফের অসুস্থ হন । জ্বর হওয়ায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে । তবে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । সম্প্রতি ফের শরীর খারাপ হওয়ায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে । বৃহস্পতিবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details