মুম্বই : চাইলেও কি ভুলে থাকা যায় ? ঋষির সঙ্গে কাটানো এত স্মৃতি, এত মুহূর্ত মাঝেমধ্যেই কড়া নাড়ে নীতুর দরজায় । আর সেগুলো নিজের ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী ।
'জ়িন্দা দিল' ছবিতে প্রথমবার ঋষির সঙ্গে পা মিলিয়েছিলেন নীতু । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "আমাদের প্রথম নাচ.."