মুম্বই : আম্বানি পরিবারের সঙ্গে এক দীর্ঘদিনের সম্পর্ক কাপুর পরিবারের । ঋষি কাপুর যখন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তখনও মুকেশ আম্বানি ও নীতা আম্বানি দেখা করতে গেছিলেন তাঁদের সঙ্গে । HN রিলায়েন্স হাসপাতালেই শেষ নিঃশ্বাস করেছেন ঋষি কাপুর । আম্বানি পরিবারকে ধন্যবাদ জানালেন নীতু কাপুর ।
নীতু লিখেছেন, "একটা পরিবার হিসেবে শেষ দু'বছর আমাদের জন্য একটা লম্বা জার্নি ছিল । কিছু ভালো দিন ছিল, কিছু খারাপ দিনও ছিল । তবে পুরো জার্নিটা খুব আবেগপ্রবণ ছিল । তবে আম্বানি পরিবারের সাহায্য ছাড়া এই জার্নি পূর্ণ করা সম্ভব হত না ।"